শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক জাজিরা
প্রকাশঃ 4 নভেম্বর 2025, 12:01 অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৫

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে সরকারি জমিতে মসজিদ নির্মাণ কার্যক্রম চালাচ্ছিলেন ফয়জুল করিমের সমর্থকরা। এসময় লতিফ ফকিরের অনুসারীরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। মুহূর্তেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এসময় দুই পক্ষই একে অপরের দিকে ককটেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা থেকে ছয়টি সক্রিয় ককটেল উদ্ধার করে।

বিজ্ঞাপন

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

0%
0%
0%
0%