ঋণের বোঝায় মৃত্যু: মিনারুলের পরিবারে চল্লিসা খেলায় বিতর্ক

ঋণের বোঝায় মৃত্যু: মিনারুলের পরিবারে চল্লিসা খেলায় বিতর্ক
নিজস্ব প্রতিবেদক পবা
প্রকাশঃ সেপ্টেম্বর 17, 2025 7:39 অপরাহ্ন

রাজশাহীর পবা উপজেলার বামন শিকর গ্রামে ঋণের বোঝায় মৃত্যুর মত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঋণের বোঝা নিতে না পেরে মিনারুল ইসলাম স্ত্রী মনিরা খাতুন এবং সন্তান মাহিম ও মিথিলাকে হত্যা করে নিজের জীবন শেষ করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখেছেন, “আমরা মরে গেলাম ঋণের দায়ে ও খাবারের অভাবে।

বিজ্ঞাপন

ঘটনার পর পরিবার ও সমাজের উদ্যোগে ধার নেওয়া অর্থে মিনারুল ও তার পরিবারের চল্লিসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ মানুষ অংশ নেন, খরচ প্রায় লাখ টাকা। বাড়ির সামনে ও পেছনে দুটি প্যান্ডেল তৈরি করা হয়, ভাত, ডাল, মাছ ও মুড়িঘন্টের খাবারের ব্যবস্থা করা হয়। মিনারুলের বাবা রুস্তুম আলী জানান, “আমরা নিজেরাই খরচ বহন করেছি, মানুষকে শক্তি অনুযায়ী কিছু খাওয়ানো হয়েছে।

ঘটনার পর সায়ক আহমাদুল্লাহ ফেসবুকে লিখেছেন, “ঋণের ভারে যারা আত্মহত্যা করে, তাদের পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ দেয়া অমানবিক। ধর্মের ভুল ব্যাখ্যা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আত্মীয়স্বজনদের উচিত ছিল মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা, উল্টো তাদের পরিবারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা। এটা ইসলামের নামে অন্যায়।”

এই ঘটনা সমাজে ঋণ, দ্বীনি শিক্ষার অভাব এবং ধর্মের ভুল ব্যাখ্যা থেকে মানুষের ওপর প্রভাব নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঋণগ্রস্ত মানুষের পরিবারের উপর এমন অর্থনৈতিক চাপ দেয়া মানবিক নয় এবং সমাজের জন্য শিক্ষা হতে পারে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%