জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুসের সতর্কবার্তা: নির্বাচনের বিকল্প ভাবা মানেই জাতির জন্য বিপদ

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুসের সতর্কবার্তা: নির্বাচনের বিকল্প ভাবা মানেই জাতির জন্য বিপদ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশঃ সেপ্টেম্বর 1, 2025 2:20 অপরাহ্ন

দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজমান অবস্থায় জরুরি বৈঠকে ডাক দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বিএনপি, এনসিপি ও জামায়েতের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধান উপদেষ্টা চলমান পরিস্থিতিতে শঙ্কার কথা উল্লেখ করে স্পষ্টভাবে বলেন, নির্বাচনের বিকল্প নিয়ে ভাবা মানেই জাতির জন্য গভীর বিপদ ডেকে আনা। রোববার রাতে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময় ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঐক্যবত্য কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন।

0%
0%
0%
0%