কিয়ার স্টারমার ড. ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন: ফিনান্সিয়াল টাইমস

ছবিঃ সংগ্রহকৃত
ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন ড. ইউনুস। সফরের মূল উদ্দেশ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন আদায় করা। এ অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যেই রয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া বক্তব্যে ড. ইউনুস বলেন, “যুক্তরাজ্যের উচিত নৈতিক অবস্থান থেকে আমার সরকারকে সহায়তা করা — যাতে আওয়ামী লীগ সরকারের সময় চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার সম্ভব হয়।” তিনি আরও জানান, স্টারমারের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ হয়নি এবং এখনো সাক্ষাতের কোনো সম্মতি পাননি। তবে তিনি আশাবাদী, বাংলাদেশের এই উদ্যোগে ব্রিটিশ সরকার সমর্থন দেবে।
এ প্রসঙ্গে ব্রিটিশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়ার স্টারমারের পক্ষ থেকে ড. ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করছে। তবে ড. ইউনুস আশা করছেন, ব্রিটেনের কাছ থেকে তিনি আরও সক্রিয় ও উৎসাহমূলক সহযোগিতা পাবেন।
নোবেল বিজয়ী ড. ইউনুস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনে রয়েছেন। তার দাবি, পূর্ববর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ। এই অর্থ যদি পুনরুদ্ধার করা যায়, তবে তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এবং জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।