বিতর্কিত গায়ক নোবেল গ্রেপ্তার: অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি সংগ্রহকৃত
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
নোবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তালেবুর রহমান।
ওসি জানান,
গত বছরের নভেম্বরে নোবেল এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে আসেন এবং বিয়ে না করেই গত সাত মাস ধরে তাকে ধর্ষণ করেন। এমনকি এসব ঘটনা ফোনে রেকর্ডও করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। কিছুদিন আগে ওই শিক্ষার্থীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। এরপর পুলিশ তাকে উদ্ধার করে এবং একটি ধর্ষণ মামলা রুজু হয়।
মামলা দায়েরের পর থেকেই নোবেল পলাতক ছিলেন।
এর আগেও ২০২৩ সালের ২০ মে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় এক অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম নেওয়া ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।
একই বছর কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে অশোভন আচরণের কারণে দর্শকেরা তার দিকে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
ব্যক্তিগত জীবনেও বিতর্কের অন্ত ছিল না নোবেলের। প্রাক্তন স্ত্রী সালসাবিল তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ভালোবেসে বিয়ে করলেও ছয় মাস না যেতেই তাদের মধ্যে সমস্যার সূত্রপাত ঘটে। সালসাবিল অভিযোগ করেন, নোবেল মাদকাসক্ত এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করলেই তাকে মারধর করতেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
উল্লেখ্য, ভারতীয় একটি জনপ্রিয় সংগীত প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ারে একাধিক চলচ্চিত্রে গান করেছেন তিনি। তবে মাদকাসক্তির কারণে সংগীত জগৎ থেকে একপর্যায়ে দূরে সরে যান। দীর্ঘ বিরতির পর সংগীতাঙ্গনে ফিরলেও আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন এই গায়ক।
নোবেল পূর্বে জানিয়েছিলেন, তিনি আর কখনো শ্রোতাদের হতাশ করবেন না এবং নিয়মিত গান উপহার দেবেন। তবে সাম্প্রতিক ঘটনাবলি তার সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।