পাঠ্যপুস্তক বিতরণ প্রায় সম্পন্ন, বাকি বই মার্চের মধ্যেই

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ জানিয়েছেন যে প্রায় ৯৭ শতাংশ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে এবং বাকি পাঠ্যপুস্তক মার্চের মধ্যভাগের মধ্যে বিতরণ করা হবে।
আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আজাদ বলেন, এ বছর পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। বিভিন্ন স্তরে মোট ৩৯.৬ কোটি পাঠ্যপুস্তক বিতরণের কথা থাকলেও এর মধ্যে ৩৮.২৯ কোটি বই মুদ্রণ ও বিতরণ করা হয়েছে। তবে এখনো ১.০৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ করা সম্ভব হয়নি।
তবে উপ-প্রেস সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে বাকি পাঠ্যপুস্তক এক সপ্তাহের মধ্যেই মুদ্রণ ও বিতরণ করা সম্ভব হবে।
আজাদ আরও বলেন, শিক্ষাবিষয়ক উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক মুদ্রণের প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে।
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।