প্রাইমশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা: আলোচিত নারী শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

প্রাইমশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত দুই নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স-এর ইংরেজি বিভাগের ছাত্রী। শুক্রবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারিয়া হক টিনাকে দুপুরের পর আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
এর আগে গত ২০ এপ্রিল, প্রাইমশিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের পেছনে দুই নারী শিক্ষার্থীর ইন্ধনে বহিরাগতদের দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাটি শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।