সেনা ও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বগুড়ায় চক্রের দুই সদস্য আটক

ছবি সংগ্রহকৃত
সেনাবাহিনী ও পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারনার ফাঁদে ফেলছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে চক্রের অন্যতম সদস্য বায়জিদ মিয়াকে হাতেনাতে আটক করে। উদ্ধার করা হয় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী সাকিব মিয়াকে, যাকে আটকে রেখে তার কাছ থেকে জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র।
অভিযানে জব্দ করা হয়েছে সাতজন চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, চারটি ব্যাংকের চেক এবং ১০০ টাকার মূল্যের স্বাক্ষরকৃত ১৪টি ফাঁকা স্ট্যাম্প। পরে বায়জিদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জকেও শহরের শাকপালা এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
চক্রটি চাকরি প্রার্থীদের কাছ থেকে বলপ্রয়োগ বা প্রতারণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন সার্টিফিকেট, চেক ও সিগনেচার করা স্ট্যাম্প সংগ্রহ করত। এরপর চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তাদেরকে জিম্মি করে রাখত এবং অর্থনৈতিক লেনদেনের চেষ্টা চালাত।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “লবিং এর মাধ্যমে কোন চাকরি হয় না, চাকরি হয় শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে। যারা প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেন, তারা সম্পূর্ণভাবে অপরাধ করছে।”
চক্রটি সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় একজন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় চারজন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে বলেও গোয়েন্দা সূত্রে জানা গেছে।
আটকদের আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।