স্ত্রীর দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন

ছবি সংগ্রহকৃত
দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক, বিবাহ এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগ এনে আইনি সহায়তা চেয়েছেন আকিফা সরকার নামের এক নারী। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভোলার ছেলে ফজলে রাব্বি, যিনি চাকরির সুবাদে রাজধানীতে পরিচিত হন বগুড়ার মেয়ে আকিফার সঙ্গে।
আকিফার ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালে গ্রামীণফোনে চাকরির সূত্রে তাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, যা পরে প্রেমে রূপ নেয়। ২০২3 সালের জানুয়ারিতে পরিবারের অগোচরে তারা বিয়ে করেন এবং ঢাকার মিরপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে থাকতে শুরু করেন।
তবে কয়েক মাস পর রাব্বি আকিফার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। রাব্বির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আকিফা জানান, তাকে ঘরে আটকে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
আকিফা অভিযোগ করেন, রাব্বি পারিবারিক চাপে পড়ে রমজানের ঈদের সময় আরেক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ খবর শুনে তিনি ভোলা আসেন এবং তার স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে, ক্ষোভে ও হতাশায় নিজেই বিষ নিয়ে আসেন ঢাকার বাসা থেকে, তবে সেটি প্রয়োগ করেননি বলে দাবি করেন।
রাব্বির পরিবারের পক্ষ থেকে আকিফাকে প্রতারক হিসেবে অভিহিত করে বলা হয়, তিনি রাব্বিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন এবং আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এসব করছেন। তবে আকিফা এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার কাছে বিয়ের প্রমাণসহ সকল তথ্য-প্রমাণ রয়েছে এবং তিনি প্রয়োজন হলে আদালতে সেগুলো উপস্থাপন করবেন।
তিনি আরও জানান, বিয়ের পর গর্ভবতী হলে গত ফেব্রুয়ারিতে রাব্বি তাকে গর্ভপাতের ওষুধ দিতে বাধ্য করেন। অসুস্থ হয়ে পড়লে মার্চে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তারি প্রক্রিয়ায় (D&C) তার গর্ভপাত সম্পন্ন করা হয়।
আইনি পদক্ষেপের ব্যাপারে আকিফা বলেন, “যদি স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে আইনের আশ্রয় নিতে হয়, আমি নেব। আমি প্রতারক নই, প্রতারিত হয়েছি। আমার হাতে যথেষ্ট প্রমাণ আছে, যা আদালতে উপস্থাপন করব।”
এ প্রসঙ্গে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “বিয়ের স্বীকৃতি, দেনমোহর বা ভরণপোষণ সংক্রান্ত দাবি পারিবারিক আদালতের বিষয়। এসব বিষয়ে নারী আইনি সহায়তা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন।”
ঘটনার তদন্ত চলছে এবং উভয়পক্ষের বক্তব্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।