গত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩৩,৮৫২,৯০০ টাকা।

ছবিঃ সংগ্রহকৃত
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৪৮,৩৩৫টি যানবাহন, এবং এতে টোল আদায় হয়েছে ৩৩,৮৫২,৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল শনিবার সকালে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাসড়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যানবাহনের চাপ আরও বেড়েছে।
শুক্রবার সরকারি ছুটি থাকায় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে, বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশে শুক্রবার রাত থেকে ভারী যানজট দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা আরও জানান, শনিবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোট ৪৮,৩৩৫টি যানবাহন সেতু পার হয়েছে।
এর মধ্যে ৩০,৩৯৮টি যানবাহন উত্তরাঞ্চলগামী ছিল, যা থেকে ১৯,০৯৮,৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
অন্যদিকে, ১৭,৯৩৭টি যানবাহন ঢাকা অভিমুখে ছিল, যা থেকে ১৪,৭৫৪,৩৫০ টাকা টোল সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার অতিরিক্ত ১৩,১০৮টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে।
ফলে অতিরিক্ত ৭,৩১৫,৪০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রার সময় যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে — প্রতি পাশে ৯টি করে।
এর মধ্যে মোটরসাইকেলের জন্য প্রতি পাশে দুটি করে আলাদা বুথ রাখা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়নি।