জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গেজেটভুক্ত শহীদ পরিবারের ৮৭% এর বেশি পরিবারকে সহায়তা প্রদান

ছবিঃ সংগ্রহকৃত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গেজেটভুক্ত শহীদ পরিবারের ৮৭% এর বেশি পরিবারকে সহায়তা প্রদান করেছে।শুক্রবার ঢাকার শাহবাগে ফাউন্ডেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ তথ্য জানান।
স্নিগ্ধ বলেন, “আমাদের ফাউন্ডেশন গত বছরের ১০ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করে। তারপর থেকে আমরা ৭৪৫টি শহীদ পরিবারকে মোট ৩৭.২৫ কোটি টাকা প্রদান করেছি, যা মোট শহীদ পরিবারের ৮৭.১৩%। তবে আইনি জটিলতার কারণে এখনো ১০০টি শহীদ পরিবারের সহায়তা কার্যক্রম স্থগিত রয়েছে।”
তিনি আরও বলেন, “আহতদের মধ্যে ৫,৫৯৬ জনকে ৫৯.৪১ কোটি টাকা প্রদান করা হয়েছে, যা মোট আহতদের ৩৮.৩৯% কভার করে। আহত ও শহীদ পরিবারের জন্য সরকারের বরাদ্দকৃত তহবিল থেকে মোট ৯৬.৬৭ কোটি টাকা ব্যয় হয়েছে।”
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আরেকজন নির্বাহী সদস্য বলেন, “আর্থিক সহায়তার পাশাপাশি, আমরা আহত ও শহীদ পরিবারের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আহত ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ খুঁজতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি।
“এছাড়াও, আহতদের কর্মক্ষমতা পুনরুদ্ধারে শিক্ষাবৃত্তি ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছি।”