শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে প্রণোদনার চাল বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আওতাধীন আলাওলপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর নিবন্ধিত জেলেদের মাঝে প্রণোদনা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে এবং তা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে পদ্মা, মেঘনা ও অন্যান্য নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিক্রি ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে জীবিকা নির্বাহে সমস্যায় পড়া জেলেদের সহায়তার অংশ হিসেবে আলাওলপুর ইউনিয়নের মোট ১,২২৪ জন নিবন্ধিত জেলের মধ্যে প্রণোদনা হিসেবে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনব্যাপী এই নিষেধাজ্ঞা কার্যকর করে থাকে। এ সময় দেশের নদী তীরবর্তী অঞ্চলে প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালিত হয়, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ না ধরতে পারে।