আব্দুল হান্নান মাসুদের সড়ক সভায় হামলা: আহত ৬ জন

নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা বাজারে এনসিপি নেতাকর্মীদের সভায় সন্ত্রাসী হামলার পর আহত সমর্থকরা। হামলায় পাঁচ থেকে ছয়জন আহত হন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলতে থাকে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ 25, 2025 12:35 পূর্বাহ্ন

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সড়ক সভায় সোমবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। মাসুদ অভিযোগ করেছেন, বিএনপি সমর্থকের ছদ্মবেশে একদল লোক এই হামলা চালায়, যার ফলে পাঁচ থেকে ছয়জন এনসিপি সমর্থকসহ তিনিও আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত মাসুদের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে জানান, আব্দুল হান্নান মাসুদ গত শনিবার হাতিয়ায় আসেন এলাকার দরিদ্র মানুষের খোঁজখবর নিতে।
তিনি বলেন, “আজ সন্ধ্যায় ইফতারের পর তিনি জাহাজমারা বাজারে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বাজারের পশ্চিম দিক থেকে একদল লোক, যারা নিজেদের বিএনপি সমর্থক বলে দাবি করছিল, মিছিল করে এসে সভা বিঘ্নিত করে হামলা চালায়। এতে মো. তুহিনসহ অন্তত পাঁচজন আহত হয়।”

ইউসুফ আরও অভিযোগ করেন, হামলাকারীরা মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করে।
“তবে আশপাশের লোকজন প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা জাহাজমারা বাজারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ঘোষণা দিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”

প্রথম আলোকে আব্দুল হান্নান মাসুদ বলেন, “আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। তখন বিএনপি থেকে বহিষ্কৃত কিছু লোক মিছিল নিয়ে আমাদের সভায় এসে আমাদের ওপর হামলা চালায়। আমাদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “হামলায় জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।”

এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক প্রথম আলোকে বলেন, জাহাজমারায় কী ঘটেছে, সে সম্পর্কে তার কিছু জানা নেই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, তিনি মাসুদের সভায় হামলার কথা শুনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন বিষয়টি তদন্ত করতে।

সম্পর্কিত-
0%
0%
0%
0%