নারী ক্রিকেট বিশ্বকাপের লড়াইয়ে আবার মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

জুটি বনাম ফাতিমা

নারী ক্রিকেট বিশ্বকাপের লড়াইয়ে আবার মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ অক্টোবর 2, 2025 5:56 অপরাহ্ন

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে গত এপ্রিলের স্মৃতি এখনও ভোলেনি বাংলাদেশ নারী দলের। পাকিস্তানের কাছে হারের পর হতাশায় ডুবে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। সেদিন তারা ভেবেই নিয়েছিল বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়ে গেছে। কারণ, সবাই ধারণা করছিল থাইল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজই রান রেটে এগিয়ে যাবে এবং শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেবে।

বিজ্ঞাপন

কিন্তু নাটকীয়ভাবে ঘটল উল্টো। থাইল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। তাতেই বাংলাদেশ নিশ্চিত হয়ে গেল শীর্ষ দুইয়ে থেকে বিশ্বকাপের টিকিট।

সেই অবিশ্বাস্য মুহূর্তের কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি—
“আমি আসলে ম্যাচটাই দেখিনি। এত চাপ সহ্য হচ্ছিল না। পরে পাকিস্তানি ক্রিকেটার ফাতিমা সানার কাছ থেকেই প্রথম খবর পাই। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এরপর যখন ড্রেসিংরুম থেকে বের হলাম, সবাই আমাকে জড়িয়ে ধরল, হাসি-আনন্দে মেতে উঠল। সত্যিই দারুণ এক মুহূর্ত ছিল।”


মাঠের বাইরে বন্ধুত্ব, মাঠে প্রতিদ্বন্দ্বিতা

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সম্পর্ক মাঠের বাইরেও বেশ ভালো। ২০২৩ সালের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে একই দলে খেলেছিলেন তারা। একে অপরকে খেলায় সাহায্য করেছেন, অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।

বিজ্ঞাপন

নিগার বলেন—
“আমরা সত্যিকারের বন্ধু। একসঙ্গে খেললে প্রচুর কথা বলি, মজা করি। আমাদের দুজনের ভায়েব মিলে গেছে।”

ফাতিমা সানাও সেই সুরে সুর মেলালেন—
“জ্যোতি আমার ভালো বন্ধু। ফেয়ারব্রেক টুর্নামেন্টে আমি ছিলাম কনিষ্ঠদের একজন। ও সবসময় আমার সঙ্গে খেত, আড্ডা দিত। মাঠের বাইরে দারুণ সময় কেটেছে।”

তবে বৃহস্পতিবার কলম্বোতে নামলে বন্ধুত্ব সরিয়ে রাখতেই হবে। কারণ দুদলই জানে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জেতা জরুরি।

নিগার স্পষ্ট জানালেন—
“মাঠে নামলে ফাতিমাকে আমি আর বন্ধু মনে করি না। ও আমাকে আউট করতে চাইবে, আমিও রান করতে চাইব। তবে খেলা শেষে আবার আমাদের বন্ধুত্ব ঠিকই ফিরে আসে।”


ফাতিমার নেতৃত্বে পাকিস্তান, নিগারের চোখ জয়ের দিকে

২০২২ বিশ্বকাপে ফাতিমা সানা ব্যক্তিগত সাফল্য পেয়েছিলেন নিগার সুলতানাকে আউট করে। তবে ম্যাচে জয় পায় বাংলাদেশই। সেই টুর্নামেন্টে বিস্মাহ মারুফের অধীনে খেলেছিলেন ফাতিমা। কিন্তু ২৩ বছরের আগেই তিনি অধিনায়কত্ব পেয়ে গেছেন, যা তরুণ বয়সে বিরল অর্জন।

প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফাতিমা বলেন—
“বিস্মাহ আপার কাছ থেকে শান্ত থাকার শিক্ষা পেয়েছি। ৫০ ওভারের ম্যাচে ধৈর্য আর শৃঙ্খলা জরুরি। শ্রীলঙ্কার কন্ডিশন পাকিস্তানের মতোই, তাই আমরা মানিয়ে নিতে পারব। চাপ থাকবে, কিন্তু শান্ত থাকতে চাই।”

অন্যদিকে নিগারও জানালেন, পাকিস্তানের তরুণ অধিনায়কের প্রতি তার সম্মান আছে, তবে মাঠে লড়াইয়ে কোনো ছাড় দেবেন না—
“ফাতিমা খুবই তরুণ, শিখছে এবং ভবিষ্যতে আরও ভালো করবে। তবে কিভাবে সে দলকে সাজিয়েছে এবং বাছাইপর্বে খেলিয়েছে, সেটি প্রশংসনীয়।”


ম্যাচের তথ্য

  • ম্যাচ: বাংলাদেশ বনাম পাকিস্তান, নারী বিশ্বকাপ
  • তারিখ: বৃহস্পতিবার, ২ অক্টোবর
  • সময়: বিকেল ৩টা (স্থানীয় সময়, কলম্বো)
  • ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা

টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে।


0%
0%
0%
0%