শরীয়তপুরে শিশু তাইয়েবা হত্যায় চাচি আয়শাসহ দুজন রিমান্ডে

শরীয়তপুরে শিশু তাইয়েবা হত্যায় চাচি আয়শাসহ দুজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ সেপ্টেম্বর 29, 2025 12:37 অপরাহ্ন

শরীয়তপুরের সখিপুরে আলোচিত ৬ বছর বয়সী শিশু তাইয়েবা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচি আয়শা বেগমসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে তাদের আদালতে হাজির করা হলে প্রধান আসামি ও তার সহযোগীকে দুদিনের পুলিশ রিমান্ডে পাঠান আদালত।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ তাইয়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাইয়েবা স্থানীয় টিটু সরদারের মেয়ে ও দারুল নাজার মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামি হলেন—চাচি আয়শা বেগম, সহযোগী আসিফ বেপারী ও প্রতিবেশী নাসিমা আক্তার। নিহতের বাবা টিটু সরদার বাদী হয়ে সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে তাইয়েবা নিখোঁজ হয়। দুদিন খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিক্ষুব্ধ জনতা সখিপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা থানার সামনে গিয়ে আসামিদের নাম প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, “আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমাদের লক্ষ্য মামলার ন্যায়পরায়ণ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা।”

সম্পর্কিত- হত্যা
0%
0%
0%
0%