থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 28, 2025 1:13 অপরাহ্ন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও নতুন রাজনীতিক থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুড়া শহরে এ দুর্ঘটনা ঘটে। সমাবেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, সমাবেশে পদদলিত হয়ে নিহতদের মধ্যে চারজন শিশু, নয়জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেদনে বলা হয়, বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থকেরা সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা অপেক্ষা করছিলেন। তবে অভিনেতা বিজয় দেরিতে সভাস্থলে পৌঁছান। সেই সময় ভিড়ের চাপে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামাণিয়ান দ্রুত করুড়ায় পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, “করুড় থেকে আসা খবর উদ্বেগজনক। আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। মুক্তির অপেক্ষায় থাকা জন নায়ক সিনেমাটি তার ক্যারিয়ারের শেষ ছবি। এটি বিজয়ের ৬৯তম সিনেমা, যেখানে তিনি একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই করতে বিজয় ইতোমধ্যেই গঠন করেছেন নিজস্ব রাজনৈতিক দল। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন এই তারকা সাতবার ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন এবং অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

তথ্যসূত্র: দ্য হিন্দু

সম্পর্কিত- থালাপতি বিজয়
0%
0%
0%
0%