টঙ্গির আগুনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু, শোকে ভাসছে পরিবার

টঙ্গির আগুনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু, শোকে ভাসছে পরিবার
নিজস্ব প্রতিবেদক গাজীপুর
প্রকাশঃ সেপ্টেম্বর 25, 2025 12:09 অপরাহ্ন

গাজীপুরের টঙ্গির একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার ফাইটার নুরুল হুদা। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে বুধবার ২৪ সেপ্টেম্বর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। রেখে গেছেন দুই সন্তান ও নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। শোকে নিস্তব্ধ পরিবার হারিয়েছে একমাত্র ভরসার অবলম্বনকে।

বিজ্ঞাপন

নুরুল হুদার বাবা জানান, তিন বছর আগে তার আরেক সন্তান মারা যান। সেই শোক কাটিয়ে উঠতেই পারেননি এখনো। এর মাঝেই এল নুরুল হুদার মৃত্যুসংবাদ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“যদি আমার সন্তান কোন অপরাধ করে থাকে, আল্লাহর ওয়াস্তে সবাই তাকে মাফ করে দিবেন।”

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এর আগে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ফায়ার ফাইটার শামিম আহমেদ। এখনো দুজন ফায়ার সার্ভিস কর্মী মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

নিজের জীবন তুচ্ছ করে অন্যের প্রাণ বাঁচাতে ফায়ার ফাইটাররা সব সময় ঝাঁপিয়ে পড়েন ভয়াল আগুনের মধ্যে। যেখানে সবাই পালাতে চায়, সেখানে তারা ছুটে যান নিঃস্বার্থ দায়িত্ববোধ থেকে। তাদের একেকজনের মৃত্যু কেবল একটি পরিবার নয়, পুরো জাতির জন্য বড় ক্ষতি।

নুরুল হুদার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। মায়ের অশ্রু, স্ত্রীর হাহাকার আর সন্তানদের ভবিষ্যতের অনিশ্চয়তা এই অগ্নিযোদ্ধার আত্মত্যাগকে আরো বেদনাদায়ক করে তুলেছে।


0%
0%
0%
0%