আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া, নিশ্চিত করল অন্তর্বর্তী সরকারের প্রেস উইং

আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া, নিশ্চিত করল অন্তর্বর্তী সরকারের প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ সেপ্টেম্বর 21, 2025 5:16 অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশসহ আরও আটটি দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

তবে বিষয়টি যাচাই করে জানা গেছে, খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে, আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনো ধরনের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

২০ সেপ্টেম্বর রাতে ‘প্রেসউইং ফ্যাক্টস’ নামের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ভিসা নিষেধাজ্ঞার খবরের সূত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল ইউএই ভিসা অনলাইন নামের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু সেই তথাকথিত সার্কুলারের কোনো সরকারি উৎস নেই।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি নিয়ে বলেন, আমিরাত সরকারের পক্ষ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি তাদের হাতে আসেনি। তিনি আরও উল্লেখ করেন, এটি হয়তো কোনো ভিসা সেন্টারের পক্ষ থেকে বিদ্বেষমূলক বা ব্যবসায়িক উদ্দেশ্যে চালানো একটি অপপ্রচার।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে ২২ সেপ্টেম্বর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি যাচাই করে নিশ্চয়তা দেওয়া হবে।

প্রেস উইং জানায়, একটি বেসরকারি ওয়েবসাইটের তথ্য যাচাই না করে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হয়েছে।


সম্পর্কিত- বাংলাদেশ ভিসা
0%
0%
0%
0%