মোহাম্মদপুরে খাওয়া-ঘুমের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

মোহাম্মদপুরে খাওয়া-ঘুমের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশঃ সেপ্টেম্বর 20, 2025 7:59 অপরাহ্ন

দায়িত্ব পালনের সময় খাওয়া ও বিশ্রাম নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তুলেছে এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম হঠাৎ মোহাম্মদপুর থানায় পরিদর্শনে গেলে এ পরিস্থিতি ধরা পড়ে। তিনি গিয়ে দেখতে পান, থানার চার থেকে পাঁচটি গাড়ি ভেতরে ও সামনে দাঁড় করানো আছে, কিন্তু ডিউটি অফিসার নিজ আসনে নেই। পরে জানা যায় তিনি খেতে গিয়েছিলেন। একই সময়ে সহকারী কমিশনার ও পরিদর্শকও দুপুরের খাবার ও বিশ্রামে ব্যস্ত ছিলেন।

এর ফলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নিষিদ্ধ ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালনের মতো কোনো সদস্য ছিলেন না। অথচ আগে থেকেই সংশ্লিষ্ট সকলকে মাঠে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ঘটনার পর মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, “শুক্রবারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাওয়া রিপোর্ট সন্তোষজনক ছিল না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পষ্টভাবে কমান্ড অনুসরণ করেননি। সবাই একসঙ্গে খাওয়া ও নামাজে গেলে মাঠ কার্যত ফাঁকা হয়ে যায়, যা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।”

তিনি আরও বলেন, এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় এবং তাই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত- পুলিশ
0%
0%
0%
0%