মেটার তিন নতুন এআই স্মার্ট চশমা বাজারে আসছে

মেটার তিন নতুন এআই স্মার্ট চশমা বাজারে আসছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 18, 2025 6:36 অপরাহ্ন

বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তিন ধরনের নতুন এআই-চালিত স্মার্ট গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। বুধবার (ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে) অনুষ্ঠিত মেটা কানেক্ট অনুষ্ঠানে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রথমবারের মতো এই স্মার্ট গ্লাসগুলো প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

রে-ব্যান্ড ডিসপ্লে স্মার্ট গ্লাস

  • প্রথমবারের মতো রে-ব্যান্ড ব্র্যান্ডের স্মার্ট গ্লাসে হেডস-আপ ডিসপ্লে যুক্ত করা হয়েছে।
  • দেখতে সাধারণ চশমার মতো হলেও এর ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন
  • ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও রঙিন ডিসপ্লে থাকবে। এতে টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে। ব্যবহার না করলে ডিসপ্লে অদৃশ্য থাকবে।
  • ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে
  • নিয়ন্ত্রণের জন্য রয়েছে ভয়েস কন্ট্রোল, টাচ প্যানেল ও নিউরাল ব্রেসলেট
    • নিউরাল ব্রেসলেটটি আঙুলের সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত করতে পারে (চিমটি কাটা, ঘষা, চাপ ইত্যাদি)।
    • ভবিষ্যতে আঙুল দিয়ে লেখা সম্ভব হবে।
  • স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথে সংযুক্ত করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে মেসেজিং ও ভিডিও কল করা যাবে।
  • একবার চার্জে ৬–৩০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে
  • দাম: প্রায় ৯০ হাজার টাকা
  • বাজারে আসছে ৩০ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রে। ২০২৬ সালের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে।

ওকলি মেটা ভ্যানগার্ড (খেলাধুলার জন্য বিশেষ সংস্করণ)

  • দেখতে রাডার বা এম-ফ্রেম স্পোর্টস চশমার মতো
  • মাঝখানে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার
  • ব্যবহারকারী এতে গান শুনতে, ফোনে কথা বলতে, ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারবেন
  • ওজন: ৬৬ গ্রাম
  • একবার চার্জে ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।
  • দাম: ৪৯৯ ডলার
  • বাজারে আসছে ২১ অক্টোবর

রে-ব্যান্ড মেটা এআই গ্লাস (দ্বিতীয় প্রজন্ম)

  • পূর্ববর্তী সংস্করণের তুলনায় ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ
  • ভিডিও ক্যামেরার রেজলিউশন উন্নত
  • দাম: ৩৭৯ ডলার

মেটার এই স্মার্ট গ্লাসগুলো সাধারণ চশমার আড়ালে এআই-চালিত ফিচার যুক্ত করে মানুষের দৈনন্দিন জীবন ও কাজকে আরও সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

তথ্যসূত্র: মেটা

সম্পর্কিত- ফেসবুক
0%
0%
0%
0%