অ্যান্ড্রয়েড ফোনেও আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও সুবিধা

গত বছর জরুরি সেবার জন্য ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও সুবিধা চালু করে অ্যাপল। এর মাধ্যমে নেটওয়ার্কের বাইরে বিপদগ্রস্ত অবস্থায় জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে আইফোন ব্যবহারকারীর ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। ব্যবহারকারীর ডিভাইসে এসব ভিডিও বা ছবি সংরক্ষণ করা না গেলেও সেবাকর্মীরা তা সংরক্ষণ করতে পারেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে এমন কিছু কোড শনাক্ত হয়েছে, যেখানে লেখা রয়েছে— “শেয়ার লাইভ ভিডিও” এবং “ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইউর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি”। ধারণা করা হচ্ছে, শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও জরুরি মুহূর্তে সেবাকর্মীদের সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।
তবে এ নিয়ে এখনো গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোনে আসবে নাকি শুধুমাত্র গুগল পিক্সেল সিরিজে সীমাবদ্ধ থাকবে, সেটিও পরিষ্কার নয়।