আগস্টে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮ জন

গত আগস্ট মাসে সারা দেশে ৪৫১টি সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৭ জন ছিলেন শিক্ষার্থী। সোমবার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩২ জন, যা মোট নিহতের ৩০.৮৪ শতাংশ। এছাড়া ৮৩ জন পথচারী, ৫২ জন চালক ও চালকের সহকারীও দুর্ঘটনায় মারা গেছেন।
শুধু সড়ক দুর্ঘটনা নয়, গত মাসে নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ১৭ জন আহত হন। একই সময়ে রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৩১ জনের এবং আহত হয়েছেন ১১ জন।
আরএসএফ জানিয়েছে, জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে ২১৪টি ঘটেছে জাতীয় মহাসড়কে, ১৩৫টি আঞ্চলিক সড়কে, ৪২টি গ্রামীণ সড়কে এবং ৬০টি শহরের সড়কে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২৬.৩৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ঢাকায়। এরপর চট্টগ্রামে ২১.২৮ শতাংশ, রাজশাহীতে ১২.৬৩ শতাংশ, খুলনায় ৯.৯৭ শতাংশ, সিলেটে ৯.০৯ শতাংশ, রংপুরে ৯.৫৩ শতাংশ, ময়মনসিংহে ৭.০৯ শতাংশ এবং বরিশালে ৪ শতাংশ দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬ জন প্রাণ হারান।
আরএসএফ সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া ও অদক্ষ চালনা, চালকদের অসুস্থতা ও কাজের পরিবেশের সমস্যা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা, বিআরটিএর অদক্ষতা এবং খাতটিতে চাঁদাবাজি।
সংগঠনটি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: আরএসএফ