টিকটকের মার্কিন মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ সম্পন্ন

ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে চীনের সঙ্গে একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ সম্পন্ন হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার স্পেনে চলমান বাণিজ্য আলোচনার সময় এ তথ্য জানান। তিনি বলেন, এ চুক্তি যুক্তরাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার পথ সুগম করবে। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, মাদ্রিদে আলোচনায় “খুবই ভালো অগ্রগতি” হয়েছে। তরুণ প্রজন্মের প্রিয় একটি কোম্পানি রক্ষায় সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানান তিনি।
এর আগে টিকটকের মার্কিন কার্যক্রমের জন্য নতুন মালিক খুঁজে বের করার সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। নইলে অ্যাপটি সেখানে বন্ধ হয়ে যেত। বেসেন্ট জানান, টিকটক নিষিদ্ধ করার হুমকি চীনকে শর্তে ছাড় দিতে বাধ্য করেছে। ফলে কোনো ধরনের শুল্ক হ্রাস ছাড়া টিকটকের মার্কিন শাখা বিক্রিতে তারা রাজি হয়েছে। তিনি আরও বলেন, নতুন বাণিজ্যিক শর্তাবলি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করবে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, এই চুক্তি দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বারবার সময়সীমা বাড়াতে রাজি নয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এপ্রিল ২০২৪-এ পাস হওয়া আইনের বৈধতা বহাল রাখে। ওই আইন অনুযায়ী, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি তাদের মার্কিন কার্যক্রম বিক্রি না করে তবে অ্যাপটি নিষিদ্ধ হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, টিকটক মার্কিন ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
অন্যদিকে, বাইটড্যান্স বারবার দাবি করে আসছে, তাদের মার্কিন কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন এবং কোনো ডেটা চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রতিষ্ঠানটি যুক্তি দিয়েছে, টিকটক নিষিদ্ধ হলে তাদের ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।
আইন কার্যকর হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে একদিনের জন্য যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যায়। পরে ট্রাম্প হস্তক্ষেপ করে ৭৫ দিনের জন্য সময়সীমা বাড়ান। এরপর থেকে তিন দফায় ডেডলাইন বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর শেষ হবে।
টিকটকের সম্ভাব্য ক্রেতাদের মধ্যে আলোচনায় উঠে এসেছে টেসলার মালিক ইলন মাস্ক, ইউটিউব তারকা মিস্টারবিস্ট এবং মার্কিন বিনিয়োগকারী ফ্র্যাঙ্ক ম্যাককোর্টের নাম।
তথ্যসূত্র: BBC