উত্তরা থেকে বাক্সাস সদস্য ফারজানা তমা গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে ফারজানা তমা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সম্প্রতি বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে বিতর্কিত স্লোগান দেওয়ায় তিনি আলোচনায় এসেছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা তানজিল, ফারজানা তমা ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করে। তারা পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে।
হুমকির মুখে বাদী বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে ৫ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের হাতে তুলে দেন। তবে বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারের বড় ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুইজনকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
গ্রেপ্তারের আগে ফারজানা তমা সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে বিতর্কিত ও অবমাননাকর স্লোগান দেওয়ার ঘটনায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।