পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী আইজিসিএসই পরীক্ষায় গণিতে বিশ্বসেরা

পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী আইজিসিএসই পরীক্ষায় গণিতে বিশ্বসেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 7, 2025 6:57 অপরাহ্ন

এবারের আন্তর্জাতিক মাধ্যমিক শিক্ষা সনদ (আইজিসিএসই) পরীক্ষায় গণিতে শতভাগ নম্বর পেয়ে বিশ্বসেরা হয়েছেন পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই রাজধানীর উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এটি গ্লেনরিচের ইতিহাসে গণিতে সর্বাধিক সংখ্যক বিশ্বসেরা শিক্ষার্থী অর্জনের রেকর্ড।

যেসব শিক্ষার্থী বিশ্বসেরা হয়েছেন

  • মো. ফাইয়াজ সিদ্দিকী
  • আওহনা সাহা
  • মোহাম্মদ মোহাইমিন উদ্দিন নাইব
  • বুশরা রুবানা আফরোজ
  • শম্ভৃত অম্বর

এর মধ্যে ফাইয়াজ ও আওহনা সামগ্রিক ফলাফলেও স্কুল টপার হয়েছেন। ফাইয়াজ পেয়েছেন ৯৬ শতাংশ এবং আওহনা পেয়েছেন ৯৫ দশমিক ৬ শতাংশ নম্বর। এছাড়া আওহনা মর্যাদাপূর্ণ ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন অর্জন করেছে।

বিজ্ঞাপন

ব্যাচের সামগ্রিক সাফল্য

  • মোট পরীক্ষার্থী: ২০০ জন
  • ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে: ৪১ জন
  • ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে: ৯৯ জন (প্রায় অর্ধেক)
  • ব্যাচের গড় ফলাফল: ৮০ দশমিক ৩ শতাংশ
  • ডেইলি স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছে: ৬৪ জন (৩২ শতাংশ)

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমলান কে সাহা শিক্ষার্থীদের এ অসাধারণ অর্জনে গভীর গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন,
“এই ফলাফল কেবল সংখ্যা নয়, এটি আমাদের বিস্তৃত ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের প্রতিফলন। আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

বছরের পর বছর ধরে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির এই অর্জন কেবল পরীক্ষার প্রস্তুতির ফল নয়; বরং তাদের দৃঢ় শিক্ষাগত ভিত্তি ও দূরদর্শী শিক্ষাদান পদ্ধতিরই প্রমাণ।

বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি শিক্ষাক্রমে রোবটিক্স, কোডিং এবং প্রকল্পভিত্তিক শিক্ষা যুক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষায় আরও দক্ষ হয়ে গড়ে ওঠে।


সম্পর্কিত- পরীক্ষার ফলাফল
0%
0%
0%
0%