প্রখ্যাত লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

প্রখ্যাত লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ সেপ্টেম্বর 7, 2025 6:44 অপরাহ্ন

জাতীয় মুক্তি পরিষদের (জাতীয় মুক্তি কাউন্সিল) সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে জানান, আজ সকাল ১০টা ৫ মিনিটে বদরুদ্দীন উমর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। ১০ দিনের চিকিৎসার পর গত সপ্তাহে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার পিতা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের প্রখ্যাত মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিক।

বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন, ধর্ম ও রাজনীতি বিষয়ে তার লেখালেখি স্বাধীনতা আন্দোলনে গভীর প্রভাব ফেলেছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭) এবং সংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৯)।

বিজ্ঞাপন

মার্কসবাদী চিন্তাবিদ হিসেবে দীর্ঘ পথচলায় তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বদরুদ্দীন উমর বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। তিনি একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

0%
0%
0%
0%