শরীয়তপুরে যুবকের হাত-পা ভেঙে চোখ নষ্ট, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

শরীয়তপুরে যুবকের হাত-পা ভেঙে চোখ নষ্ট, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক জাজিরা
প্রকাশঃ সেপ্টেম্বর 6, 2025 11:20 অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি দুই চোখ খুঁচিয়ে অন্ধ করা হয়েছে। শনিবার দুপুরে জাজিরা উপজেলার মোহর আলী শিকদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত রমজান মোল্লা (৩৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী রমজান মোল্লা জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকার শফি মোল্লার ছেলে। অভিযোগ অনুযায়ী, মোহর আলী শিকদার কান্দি গ্রামের সুমন শিকদারের নেতৃত্বে তাঁর সহযোগীরা এই হামলা চালায়। ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতা সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ জানিয়েছেন, সুমন শিকদারের বিরুদ্ধে মাদক ও চুরিসহ অন্তত ২০টি মামলা আছে। তিনি ও তাঁর সহযোগীরা রমজানকে পিটিয়ে হাত-পা ভেঙে চোখ নষ্ট করেছেন। স্থানীয়রা হামলার সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির আহমেদ জানিয়েছেন, রমজানের দুটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং তার দুটি হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে সুমনের বাড়িতে অগ্নিসংযোগ চালায়। আগুন নেভানোর সময় এলাকাবাসী ফায়ার সার্ভিসকে বাধা দেয়, পরে সেনাবাহিনীর সহায়তায় বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%