বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 5, 2025 9:22 পূর্বাহ্ন

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর) পালন করা হচ্ছে। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও নড়াইল জেলা প্রশাসন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, দোয়া মাহফিল এবং নূর মোহাম্মদ শেখের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা। এসব আয়োজন অনুষ্ঠিত হবে নূর মোহাম্মদ শেখ স্মৃতি জাদুঘর ও পাঠাগার মিলনায়তনে, যা নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে অবস্থিত। এলাকাটি আগে মহিষখোলা নামে পরিচিত ছিল। তাঁর জন্মস্থানকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীতে ‘নূর মোহাম্মদ নগর’ নামকরণ করা হয়।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। শৈশবে তিনি পিতামাতাহীন হয়ে পড়েন এবং জীবিকার তাগিদে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন।

১৯৫৯ সালে তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) যোগ দেন। প্রশিক্ষণ শেষে তাঁকে দিনাজপুর সেক্টরে পোস্টিং দেওয়া হয়। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি আহত হন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে পাকিস্তান সরকার তাঁকে ‘তামঘা-এ-জঙ্গ’ ও ‘সিতারা-এ-হারব’ খেতাবে ভূষিত করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে ১৯৭০ সালের আগস্টে তিনি যশোর সেক্টর সদর দপ্তরে বদলি হন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ছুটিতে নিজ গ্রামে অবস্থানরত অবস্থায় তিনি যুদ্ধে যোগ দেন। তিনি যশোরের সেক্টর-৮ এ লড়াই করেন এবং একটি নিয়মিত পেট্রোল বাহিনীর দায়িত্বে ছিলেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা হঠাৎ করে তিনদিক থেকে আক্রমণ চালিয়ে তাঁর বাহিনীকে ঘিরে ফেলে। টানা প্রতিরোধ যুদ্ধে নূর মোহাম্মদ শেখ বীরোচিতভাবে শহীদ হন। তাঁর সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করে সীমান্তবর্তী কাশীপুরে দাফন করেন।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহস, আত্মত্যাগ ও দেশের প্রতি অগাধ ভালোবাসার জন্য তাঁকে স্বাধীন বাংলাদেশ সরকার সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর অঞ্চল এবং শার্শা উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।

50%
50%
0%
0%