শরীয়তপুরের ডামুড্যায় মাদ্রাসা শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে নিহত
শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় টিনের বেড়া স্পর্শ করতেই মৃত্যু

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল বাদশা (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় অবস্থিত খায়রুন নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে
নিহত জামাল বাদশা শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের শুবচনী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই মাদ্রাসার নূরানী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাঠ শেষে শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় জামাল টিনের বেড়ায় হাত দেয়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকায় ওই বেড়া বিদ্যুতায়িত হয়ে যায় এবং জামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার মুহতামিম মুফতি খবীর উদ্দিন বলেন, “শ্রেণিকক্ষের টিনের বেড়াটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়েছিল। ক্লাস শেষে বের হওয়ার সময় জামাল সেটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা গভীরভাবে শোকাহত।”
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. পারভীন আক্তার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করি।”
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”