জাতীয় পার্টি নিয়ে সমালোচনার জবাব দিলেন শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি নিয়ে সমালোচনার জবাব দিলেন শামীম হায়দার পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 2, 2025 4:15 অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে জাতীয় পার্টি । রাজনৈতিক অঙ্গনে এখন দলটিকে ঘিরে নানা আলোচনা চলছে। এমনকি অনেকেই জাপাকে নিষিদ্ধ করার দাবি তুলছেন।

বিজ্ঞাপন

এমন প্রেক্ষাপটে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এক বেসরকারি টেলিভিশনের টকশোতে মন্তব্য করেন, গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। তিনি বলেন, “অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন। তবে বিএনপি এখনো সেই ফাঁদে পা দেয়নি—এজন্য তাদের ধন্যবাদ।”

তিনি আরও বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তবে নির্বাচনী মঞ্চ প্রভাবিত হবে। তার মতে, এতে আসন ভাগাভাগির সমীকরণ দাঁড়াতে পারে—বিএনপি ২০০, অন্যরা ৫০। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়তে পারে। কারণ ছোট দলগুলো তখন আরও আসন দাবি করবে, নাহলে তারা নির্বাচনে অংশ নেবে না।

জিয়াউর রহমানের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর দুই বছরের একটি কুলিং পিরিয়ড ছিল, যার ফলে আওয়ামী লীগ ২০০৮ সালের ভোটের পরে বিএনপিকে তাৎক্ষণিকভাবে দমন করেনি। “এই ধরনের কুলিং পিরিয়ড বাংলাদেশে খুবই দরকার,” মন্তব্য করেন জাপার মহাসচিব।

বিজ্ঞাপন

সম্পর্কিত- জাতীয় পার্টি
0%
0%
0%
0%