যুক্তরাষ্ট্রে আপিল আদালত ঘোষণা করল: ট্রাম্পের অধিকাংশ শুল্ক আইনবিরুদ্ধ

যুক্তরাষ্ট্রে আপিল আদালত ঘোষণা করল: ট্রাম্পের অধিকাংশ শুল্ক আইনবিরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ আগস্ট 30, 2025 9:52 পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের আপিল আদালত ঘোষণা করেছে যে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত অধিকাংশ শুল্ক আইনবিরুদ্ধ, যা তার বৈদেশিক নীতি কার্যক্রমে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সিদ্ধান্ত প্রভাবিত করছে ট্রাম্পের “পারস্পরিক শুল্ক”, যা বিশ্বের প্রায় সব দেশের ওপর আরোপিত হয়েছিল, এবং বিশেষ করে চীন, মেক্সিকো এবং কানাডা-র ওপর আরোপিত শুল্ক।

বিজ্ঞাপন

৭-৪ ভোটে এফডারেল সার্কিটের ইউএস কোর্ট অফ আপিলস ট্রাম্পের যুক্তি প্রত্যাখ্যান করেছে যে এসব শুল্ক আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) অনুযায়ী বৈধ। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কংগ্রেসের মৌলিক ক্ষমতা, যা রাষ্ট্রপতির নিয়ন্ত্রণের মধ্যে নয়, এবং এই শুল্ক “আইনের বিপরীতে অবৈধ”

এই রায় কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে, যাতে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পায়।

ট্রাম্প Truth Social-এ এই রায়ের সমালোচনা করে লিখেছেন, “যদি এই সিদ্ধান্ত স্থায়ী হয়, এটি আসলেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করবে… এই শুল্কগুলো যদি চলে যায়, এটি দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয় হবে।”

বিজ্ঞাপন

আপিল আদালত উল্লেখ করেছে যে IEEPA শুল্ক অনুমোদনের কথা স্পষ্টভাবে বলে না, এবং এতে রাষ্ট্রপতির ক্ষমতার সীমাবদ্ধতা বা নিরাপত্তা বিধান নেই। ১২৭ পাতার রায়ে বলা হয়েছে, শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের, এবং কংগ্রেস স্পষ্টভাবে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা না দিলে তা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতির হাতে আসে না।

রায়টি স্টিল এবং অ্যালুমিনিয়ামের শুল্ককে প্রভাবিত করছে না, যেগুলো আলাদা প্রেসিডেন্টিয়াল ক্ষমতার মাধ্যমে আরোপিত হয়েছে। তবে এটি বাতিল করছে ট্রাম্পের ১০% বেসলাইন শুল্ক এবং “পারস্পরিক শুল্ক”, যা তিনি এপ্রিল মাসে “অন্যায়যুক্ত বাণিজ্য নীতি” থেকে মুক্তি হিসেবে ঘোষণা করেছিলেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলা এখন সুপ্রিম কোর্টে যাবে, যেখানে বিচারকরা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পের শুল্ক কর্মসূচি কি রাষ্ট্রপতির ক্ষমতার অতিপ্রয়োগ নাকি বৈধ নির্বাহী ক্ষমতার আওতায় আসে।

তথ্যসূত্র: BBC

0%
0%
0%
0%