রেমিট্যান্স প্রবাহে রেকর্ড বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 29, 2025 5:53 অপরাহ্ন

২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২০৮ কোটি (২.০৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৯৭ কোটি (১.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আগস্ট মাসের প্রথম ২৭ দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫.৯ শতাংশ

বিজ্ঞাপন

চলতি অর্থবছর ২০২৫-২৬ সালে এখন পর্যন্ত (জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত) দেশে এসেছে ৪৫৬ কোটি (৪.৫৬ বিলিয়ন) মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৮৮ কোটি (৩.৮৮ বিলিয়ন) মার্কিন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৫ শতাংশ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩১০০ কোটি (৩১ বিলিয়ন) মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) BPM6 মানদণ্ড অনুযায়ী এই অঙ্ক দাঁড়ায় ২৬০০ কোটি (২৬ বিলিয়ন) মার্কিন ডলার প্লাস

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই ২০২৫-২৬ এ রেকর্ড ২৪৮ কোটি (২.৪৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছিল। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ৩০৩৩ কোটি (৩০.৩৩ বিলিয়ন) মার্কিন ডলার। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২৩৭৪ কোটি (২৩.৭৪ বিলিয়ন) মার্কিন ডলার। অর্থাৎ, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ শতাংশ, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির নতুন রেকর্ড।


তথ্যসূত্র: UNB

সম্পর্কিত- রেমিট্যান্স
0%
0%
0%
0%