বিতর্কিত বক্তব্যে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ

বিতর্কিত বক্তব্যে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 24, 2025 9:14 অপরাহ্ন

বিতর্কিত ও অশৃঙ্খল বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, শোকজ নোটিশে বলা হয়েছে—
“আপনি ধারাবাহিকভাবে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণআন্দোলন নিয়ে অবাঞ্ছিত ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। শহীদদের নিয়ে আপনার মন্তব্য দলের আদর্শ এবং গণআন্দোলনের চেতনার পরিপন্থী। আপনার এসব বক্তব্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও গৌরবময় গণঅভ্যুত্থানকে অবমূল্যায়ন করছে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকের মতে, আপনার এসব মন্তব্য পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যা দলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আপনি এমন বক্তব্যও দিচ্ছেন যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।”

নোটিশে আরও উল্লেখ করা হয়, “জুলাই-আগস্টের গণআন্দোলনে ১ হাজার ৫০০ এর বেশি ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হন, যার মধ্যে বিএনপির ৪৫০ জনেরও বেশি নেতা-কর্মী ছিলেন। এ সময় ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হন। কিন্তু আপনি এই গণআন্দোলনে ছাত্র-জনতার বীরোচিত ভূমিকা বারবার অপমান ও অবমূল্যায়ন করছেন।”

এতে ফজলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে, নতুবা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আজ রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এ বিষয়ে ফজলুর রহমান বলেন, “আমি শোকজ নোটিশের কথা শুনেছি। তবে এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাই না।”

সম্পর্কিত- বিএনপি
0%
0%
0%
0%