ব্রিটস্কে-এনগিডির দাপটে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল দক্ষিণ আফ্রিকা

ম্যাথিউ ব্রিটস্কের দুর্দান্ত ৮৮ রানের ইনিংস আর লুঙ্গি এনগিডির বিধ্বংসী বোলিংয়ের সামনে ভেঙে পড়ল অস্ট্রেলিয়া। ফলে ম্যাকায় শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়ারা স্বাগতিকদের ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।
প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জিতেছিল। ফলে রোববারের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন কার্যত ডেড রাবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচটি ওয়ানডে সিরিজেই জয়লাভ করল প্রোটিয়ারা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৭৭ রানে। ব্রিটস্কে ৮ চার ও ২ ছক্কায় ৮৮ রান করেন। আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর মাত্র চার ম্যাচেই তার সংগ্রহ এখন এক সেঞ্চুরি ও তিন হাফ-সেঞ্চুরি। তরুণ ট্রিস্টান স্টাবসও ঝলক দেখান ৭৪ রানে। বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা (৩-৬৩), আর ক্যামেরন গ্রিন নেন চারটি ক্যাচ।
জবাবে ব্যাট হাতে অস্ট্রেলিয়া কখনোই গুছিয়ে উঠতে পারেনি। জোশ ইংলিস একাই লড়াই করে ৮৭ রান করলেও বাকি ব্যাটাররা ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৩৮তম ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এনগিডি ৪২ রানে নেন ৫ উইকেট।
প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম বলেন, “অস্ট্রেলিয়ায় এসে সিরিজ জেতা সহজ নয়। ছেলেরা দারুণ খেলেছে, গর্বিত।”
অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ হতাশা প্রকাশ করে বলেন, “বল হাতে আমরা দারুণ শুরু করেছিলাম, কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দায়িত্ব নিতে পারিনি।”
প্রোটিয়ারা এই ম্যাচে খেলেছে মূল বোলার কাগিসো রাবাদা (ইনজুরি) ও স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে (সন্দেহজনক বোলিং অ্যাকশন রিপোর্টের কারণে) ছাড়াই। তবুও বোলিং আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি। শুরুতেই ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে দ্রুত ফেরান নান্দ্রে বার্গার। এরপর গ্রিন–ইংলিসের ৬৭ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও এনগিডি ও মুথুসামির স্পিনে ধস নামে অজিদের ব্যাটিং লাইনআপে।
ফলে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোই এখন অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ।