শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তীকালীন সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তীকালীন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 22, 2025 8:43 অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে। শুক্রবার সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার করে, তবে তার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস উইং জানায়, বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যম আদালতের নির্দেশনা ও আইনি বাধা উপেক্ষা করে শেখ হাসিনার একটি বক্তব্য প্রচার করেছে। ওই বক্তব্যে শেখ হাসিনা অসত্য ও উসকানিমূলক মন্তব্য করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি বর্তমানে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারাধীন। আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে (Anti-Terrorism Act 2009) যেকোনো ব্যক্তি বা সংগঠন যদি নিষিদ্ধ দলের নেতা–কর্মীদের কার্যক্রম বা বক্তব্য প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার অডিও, বক্তব্য বা প্রচারণা টেলিভিশন কিংবা অনলাইনে প্রচার করা সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছরের ডিসেম্বরে আইসিটি ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছিল।

এতে আরও বলা হয়, শেখ হাসিনার মন্তব্য, বক্তব্য বা যেকোনো উসকানিমূলক বক্তব্য প্রচার বা পুনঃপ্রচার দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এবং জনসাধারণকে বিভ্রান্ত করে। তাই এসব বক্তব্য সম্প্রচারে জড়িত যে কোনো গণমাধ্যমকে আইনের আওতায় আনা হবে।

তথ্যসূত্র: BSS

5.3%
0%
0%
94.7%