সেনাপ্রধানের হুশিয়ারি: নির্বাচনী সময়ে সেনাবাহিনীকে ঘিরে অপপ্রচার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অপপ্রচারের ছড়াছড়ি। এমনকি সেনাবাহিনী ও সেনা সদস্যদের নামেও চলছে অপপ্রচার। এ নিয়ে হুশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াখারুজ্জামান।
গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, বিভিন্ন ব্যক্তি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনীকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে পেশাদারিত্ব বজায় রাখাই উত্তম। তবে অপপ্রচারের সব তথ্য-প্রমাণ লিপিবদ্ধ করা হচ্ছে এবং যথাসময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, “দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের জড়িয়ে প্রচারিত অভিযোগ প্রসঙ্গে সেনাপ্রধান জানান, সেনা আইন ও প্রচলিত প্রথা অনুযায়ী বাহিনীর ভেতরে সংগঠিত প্রতিটি অপরাধেরই বিচার হয়ে থাকে। তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে দ্রুত রায় দিলে তা ভুল হওয়ার আশঙ্কা থাকে। এজন্য সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার নিশ্চিত করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবং সরকার তা আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। এ সময় সেনাপ্রধান সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, দেশি-বিদেশি বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি (ডিসইনফরমেশন) ছড়ানোর চেষ্টা করছে। তবে সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে এসব ষড়যন্ত্র সফল হয়নি।