Redmi 15 5G বাংলাদেশে আসছে, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

Redmi 15 5G বাংলাদেশে আসছে, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
টেক ডেস্ক | নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 18, 2025 9:27 অপরাহ্ন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে শিগগিরই আসছে Redmi 15 5G। আনুমানিক ১৮,৯৯০ টাকা দামের এই স্মার্টফোনটি ইতিমধ্যেই টেকপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং Snapdragon 7s Gen 2 প্রসেসর নিয়ে আসছে নতুন এই ডিভাইস।

Redmi 15 5G মূলত মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিযোগিতা করবে। তবে এর হার্ডওয়্যার, সফটওয়্যার ও আধুনিক ডিজাইনের কারণে এটি প্রিমিয়াম ফোনের অভিজ্ঞতা দিতেও সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।


শক্তিশালী মেমোরি ও স্টোরেজ

ফোনটিতে থাকছে 6GB থেকে 12GB পর্যন্ত RAM ভ্যারিয়েন্ট এবং 128GB থেকে 512GB পর্যন্ত স্টোরেজ। চাইলে MicroSD কার্ড ব্যবহার করে অতিরিক্ত মেমোরি যোগ করা যাবে।


বাংলাদেশসহ ১৫টি দেশের মূল্য

বাংলাদেশে Redmi 15 5G এর দাম আনুমানিক ১৮,৯৯০ টাকা। ভারতে দাম প্রায় ১৫,০০০ রুপি, পাকিস্তানে ৫৪,০০০ রুপি, নেপালে ২৪,০০০ NPR। শ্রীলঙ্কায় ৬৪,০০০ LKR এবং মিয়ানমারে প্রায় ৩,৯০০ MYT।

সৌদি আরবে দাম ৭৯৯ SAR, দুবাইয়ে ৭৪৯ AED, কাতারে ৭৫৯ QAR। ইউরোপে ১৯৯ ইউরো, যুক্তরাজ্যে ১৮৯ GBP এবং যুক্তরাষ্ট্রে আনুমানিক ১৯৯ USD। নাইজেরিয়ায় ১,৮৫,০০০ নাইরা এবং দক্ষিণ আফ্রিকায় ৩,৯৯৯ ZAR।


ডিসপ্লে ও ক্যামেরা

Redmi 15 5G-তে থাকছে ৬.৭ ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট। স্ক্রিন ব্রাইটনেস সর্বোচ্চ ১২০০ নিটস।

ক্যামেরা সেকশনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং পিছনে 4K@30fps এবং সামনে 1080p@60fps পর্যন্ত সাপোর্ট করবে।


হার্ডওয়্যার ও সফটওয়্যার

ডিভাইসটি চালিত হচ্ছে Snapdragon 7s Gen 2 প্রসেসরে। অপারেটিং সিস্টেম Android 14 এবং এর ওপর MIUI 15 স্কিন। শাওমি জানিয়েছে, ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৪ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।


বিশাল ব্যাটারি

ফোনটির মূল আকর্ষণ ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এটি সিলিকন-কার্বন প্রযুক্তির, ফলে দীর্ঘস্থায়ী ও টেকসই। সাথে রয়েছে 67W ফাস্ট চার্জিং, যা মাত্র ৩০ মিনিটে প্রায় ৬০% চার্জ করে। পাশাপাশি রিভার্স চার্জিং ফিচারও রয়েছে।


ডিজাইন ও কানেক্টিভিটি

Redmi 15 5G তিনটি রঙে পাওয়া যাবে—Midnight Black, Frost White ও Sandy Purple। মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক ডিজাইন ফোনটিকে করেছে প্রিমিয়াম লুকিং।

কানেক্টিভিটির ক্ষেত্রে থাকছে 5G, 4G VoLTE, VoWiFi, Bluetooth 5.3, NFC, WiFi 6 ও USB Type-C।


মাল্টিমিডিয়া ও সিকিউরিটি

ডিভাইসটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ও Dolby Atmos সাপোর্ট আছে। 3.5mm হেডফোন জ্যাকও রাখা হয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI Face Unlock।


পারফরম্যান্স টেস্ট

AnTuTu বেঞ্চমার্কে Redmi 15 5G স্কোর করেছে প্রায় ৬,৫০,০০০+ পয়েন্ট। PUBG ও Call of Duty-এর মতো গেমে হাই-গ্রাফিক্স সেটিংসে 60fps মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়।


সুবিধা ও অসুবিধা

✅ সুবিধা:

  • বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি
  • 67W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং
  • 108MP ক্যামেরা
  • Snapdragon 7s Gen 2 প্রসেসর
  • 120Hz AMOLED ডিসপ্লে
  • Dolby Atmos সহ স্টেরিও স্পিকার

❌ অসুবিধা:

  • ওজন কিছুটা বেশি
  • ওয়্যারলেস চার্জিং নেই
  • UFS 2.2 স্টোরেজ, UFS 3.1 হলে ভালো হতো
  • অফিসিয়াল ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই

সব মিলিয়ে বলা যায়, Redmi 15 5G বাংলাদেশে মিড-রেঞ্জ মার্কেটে এক নতুন ধাক্কা দিতে চলেছে। দীর্ঘ ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন, দারুণ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের কারণে এটি টেকপ্রেমীদের জন্য হতে পারে একটি সেরা বাজেট ফ্রেন্ডলি পছন্দ।


সম্পর্কিত-
0%
0%
0%
0%