৮২ আসনে আপত্তি শুনানি শুরু হবে ২৪ আগস্ট থেকে: ইসির ঘোষণা

৮২ আসনে আপত্তি শুনানি শুরু হবে ২৪ আগস্ট থেকে: ইসির ঘোষণা
প্রকাশঃ আগস্ট 18, 2025 8:35 অপরাহ্ন

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশনের সিনিয়র সচিব জানান, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিলসহ আট ধরনের সামগ্রী কেনা ইতিমধ্যেই শেষ হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করা হয়েছে। কমিশনের অনুমোদন পেলেই চলতি সপ্তাহেই সেটি প্রকাশ করা হবে। “একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল। ড্রাফটটা করা হয়েছে। এখন কমিশনে অনুমোদনের পর আমরা এই সপ্তাহের ভেতরেই দিতে পারবো,” বলেন তিনি।

সচিব জানান, ৮২টি আসনসংক্রান্ত আপত্তির শুনানি ২৪ আগস্ট থেকে চার দিনব্যাপী শুরু হবে। ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে। তবে প্রতি বুথে ভোটার সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ করা হলে বিদ্যমান কাঠামোর মধ্যেই একে মানিয়ে নেয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, নতুন ২২ রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিন বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আন্তর্জাতিক রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) আঞ্চলিক পরিচালক জানান, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী তারা।

সম্পর্কিত-
0%
0%
0%
0%