মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ বৃদ্ধি: চিফ অ্যাডভাইজার ইউনুসের আশাবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ বৃদ্ধি: চিফ অ্যাডভাইজার ইউনুসের আশাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 12, 2025 11:28 অপরাহ্ন

চিফ অ্যাডভাইজার অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশির চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মালয়েশিয়ায় উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এবং দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি বিনিময় নোট স্বাক্ষরিত হওয়ার দিন পরে তিনি বৃহস্পতিবার এখানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে।

অধ্যাপক ইউনুস বলেন, বর্তমানে মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই শ্রমিকরা দেশে পাঠানো অর্থ দিয়ে তাদের পরিবার পালনে সক্ষম হয়, শিশুদের শিক্ষা ও উন্নত শিক্ষার সুযোগ দেয়।

তিনি বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশের জন্য এই দরজা খোলা থাকবে এবং আরও বেশি তরুণ বাংলাদেশি এখানে কাজের সুযোগ পাবে।”

মালয়েশিয়ার শ্রমবাজারে কাজের সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মালয়েশিয়ার জনগণ বাংলাদেশি শ্রমিকদের পরিবার এবং বন্ধু হিসেবে গ্রহণ করে এবং এটি তাদের জন্য অনেক আনন্দের।

“কেবল টাকা উপার্জনই নয়, তারা এখানে থেকে অনেক কিছু শিখে, যা দেশে ফিরে নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করবে,” অধ্যাপক ইউনুস যোগ করেন।

তিনি মালয়েশিয়ান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের বাংলাদেশে বিনিয়োগ করতে হবে এবং প্রযুক্তি আনতে হবে। আমাদের মানব সম্পদ ব্যবহার করে পণ্য তৈরি করে রপ্তানি করতে পারবেন।”

বাংলাদেশকে একটি টেকসই অর্থনীতি গড়ার লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত ঘোষণা করার কথাও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন, গত বছর ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামে এবং আন্দোলনের মুখে স্বৈরাচার পতিত হয়।

“আমরা একটি ধ্বংসস্তূপ দেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য সহযোগিতা চাইছিলাম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্ধু হিসেবে পাশে দাঁড়ান। তিনি আমাদের শক্তি দেন,” তিনি জানান।

বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর তারা সঠিক পথ নিশ্চিত করতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং দেশ পুনরায় শৃঙ্খলা ও অর্থনীতি ফিরিয়ে এনেছে উল্লেখ করেন তিনি।

“যেসব প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত ছিল তা পুনরায় কার্যকর করা হয়েছে। এজন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি,” তিনি বলেন।

রোহিঙ্গা সংকট সমাধান এবং আছান (ASEAN) সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন চিফ অ্যাডভাইজার।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের চমৎকার সম্পর্ক দুই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

তথ্যসূত্র: BSS

0%
0%
0%
0%