দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসন্ন এনসিএল টি-২০ টুর্নামেন্ট

গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়ে ব্যাপক সাফল্য অর্জন করা এনসিএল টি-২০ টুর্নামেন্ট আবারও ফিরছে দ্বিতীয় আসরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট এবার দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র দেশি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে বিসিবি গতবারই অফিসিয়াল টি-২০ হিসেবে স্বীকৃতি দেয়। সিলেটে অনুষ্ঠিত প্রথম আসরের মতো এবারও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, “গত বছর এনসিএল টি-২০ টুর্নামেন্ট ছিল অনেক বড় একটি সাফল্য। এই ধরনের টুর্নামেন্ট আমাদের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে এই টুর্নামেন্ট থেকে ভালো টি-২০ খেলোয়াড় তুলে আনা। এজন্য খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশ দিতে হবে।”
তিনি আরও জানান, “এইবার আমরা দুইটি ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছি। এর মধ্যে চট্টগ্রাম ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আরেকটি ভেন্যু শিগগিরই চূড়ান্ত করা হবে। যদি আমরা খেলোয়াড়দের ভালো সুযোগ-সুবিধা দিতে পারি—আর্থিক সহায়তা হোক কিংবা ভালো মানের পিচ—তাহলে সামনে এগিয়ে যাওয়াটা সহজ হবে।”
এদিকে বিসিবির প্রোগ্রামসের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নু কিছুদিন আগেই জানিয়েছেন, এবারের আসর তিনটি ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি বলেন, “গত বছর টুর্নামেন্টটি খুব অল্প সময়ে আয়োজন করা হয়েছিল। এবার তিনটি ভেন্যুর প্রস্তাব দেয়া হয়েছে। টুর্নামেন্ট কমিটি মাঠ কমিটির কাছে তিনটি মাঠ চেয়েছে, এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।”
প্রসঙ্গত, গত আসরে সিলেটে একক ভেন্যুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি এবং সেটি খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। প্রতিটি ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে এনসিএল টি-২০ টুর্নামেন্টকে দেখা হচ্ছে এখন।
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এবারের আসরেও তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় একটি টুর্নামেন্ট আশা করছে বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীরা।