আসছে নেদারল্যান্ডস, আগস্টে বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ

পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও, তা পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ ছিল না টাইগারদের। এই ফাঁকা সময়ে প্রস্তুতির স্বার্থে অধিনায়ক লিটন দাস বিসিবির কাছে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার দাবি জানান। বোর্ডও চেষ্টা চালায় সিরিজ আয়োজনের, এবং অবশেষে এসেছে সুখবর।
আগস্টেই বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিরিজ নিয়ে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে। সিরিজের আনুষ্ঠানিক কাগজপত্রের কাজও চলছে পুরোদমে, এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে বিসিবি।
এটি হবে বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে কখনোই দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশের মাটিতে। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছিল ২৫ রানে।
নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন এই সিরিজটি টাইগারদের জন্য এশিয়া কাপের আগে এক দুর্দান্ত প্রস্তুতি হতে পারে। একদিকে তরুণ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ যেমন থাকবে, অন্যদিকে দলের সামগ্রিক পারফরম্যান্স পরখ করার জন্যও এটি হবে গুরুত্বপূর্ণ।
সিরিজে কয়টি ম্যাচ থাকবে—টি-টোয়েন্টি, ওয়ানডে না কি দুই ফরম্যাটেই ম্যাচ আয়োজন করা হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বোর্ড সূত্র বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে ৭ দিনের মধ্যেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচ ভেন্যু ঘোষণা করা হবে।
এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। যদি সব ঠিকঠাক থাকে, তবে আগামী ১৯ আগস্ট থেকেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে টাইগাররা—প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে এক দ্বিপাক্ষিক সিরিজে।