জোয়ারের পানিতে প্লাবিত শরীয়তপুরের চর জালালপুর, নদীভাঙনের হুমকিতে শত শত পরিবার

জোয়ারের পানিতে প্লাবিত শরীয়তপুরের চর জালালপুর, নদীভাঙনের হুমকিতে শত শত পরিবার
নিজস্ব প্রতিবেদক গোসারহাট
প্রকাশঃ জুলাই 26, 2025 12:10 পূর্বাহ্ন

শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকায় মেঘনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জোয়ারের পানিতে বন্যা দেখা দিয়েছে। এতে করে মেঘনা নদীর তীরে অবস্থিত জালালপুর গ্রামের প্রায় ৫০০ থেকে ১,০০০টি পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে।

স্থানীয়রা জানান, জোয়ারের সময় নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকে এবং তা বাড়ির ভেতর ও উঠোনে প্রবেশ করে। উঠোন ও বসতবাড়ি ছাড়াও গ্রামের অধিকাংশ কাঁচা রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিন সকালে পানি বাড়ে, আর ভাটার সময় কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয় না।

বিশেষ করে যারা নদীর একেবারে ধার ঘেঁষে বসবাস করছেন, তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই তাদের গবাদি পশু, শুকনো জিনিসপত্র এবং আসবাবপত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

এরই মধ্যে নতুন করে নদীভাঙনের আশঙ্কাজনক মাত্রা দেখা দিয়েছে। আগের তুলনায় এবার ভাঙন অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেকেই আতঙ্কে রয়েছেন তাদের বাড়িঘরও ভেঙে যেতে পারে যেকোনো সময়।

চর জালালপুর এলাকার একজন বাসিন্দা বলেন,
“প্রতি বছর এই দুর্ভোগের মুখে পড়ি। এখন তো শুধু পানি নয়, নদী ভাঙনও বাড়ছে। আমরা আতঙ্কে দিন কাটাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন—মেঘনার পাড়ে যেন দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হয়।”

চরাঞ্চলের মানুষদের দাবি, মেঘনা নদীর পাড়ে দ্রুত ও কার্যকর বাঁধ নির্মাণ করা না হলে এই এলাকায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে এবং প্রতি বছর শত শত পরিবার ঘর হারিয়ে নিঃস্ব হবে।


সম্পর্কিত-
0%
0%
0%
0%