সেনানিবাসে ‘আর্মি হেডকোয়ার্টার্স সিলেকশন বোর্ড–২০২৫’ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস

সেনানিবাসে 'আর্মি হেডকোয়ার্টার্স সিলেকশন বোর্ড–২০২৫' এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
নিজস্ব প্রতিবেদক সাভার
প্রকাশঃ জুলাই 20, 2025 9:33 অপরাহ্ন

ঢাকা সেনানিবাসে আজ ‘আর্মি হেডকোয়ার্টার্স সিলেকশন বোর্ড–২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে এই পদোন্নতি বোর্ডের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইউনূস মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশেষ করে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের এবং দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল সাহসী সৈনিকের কথা তিনি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন।

তিনি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় আহত ও শহীদ সেনাসদস্যদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রসঙ্গক্রমে তিনি জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র এবং জনগণের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রমোশন বোর্ডকে নির্দেশনা

প্রধান উপদেষ্টা সিলেকশন বোর্ডের সদস্যদের নির্দেশ দেন, প্রার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলার মান, সততা, আস্থাশীলতা, নিষ্ঠা এবং সামগ্রিক যোগ্যতা বিবেচনা করে পদোন্নতির সিদ্ধান্ত নিতে।

তিনি বলেন, “যেসব কর্মকর্তা সততা, একাগ্রতা এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলিতে অনন্য—তাদেরই উচ্চতর পদে উন্নীত করা উচিত।”

তিনি আরও বলেন, “নিজস্ব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যেসব কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রাধান্য দিতে হবে।”

সেনাবাহিনীর ভূমিকায় প্রশংসা

প্রফেসর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত এবং বিপর্যয় মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর সদস্যরা ইতোমধ্যে একাধিক সময় বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছেন। এ জন্য তিনি সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিতি ও শুভেচ্ছা

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফ।

সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সিলেকশন বোর্ড উদ্বোধনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন এবং অতিথি বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন

তথ্যসূত্র: BSS

0%
0%
0%
0%