পার্ল অব আফ্রিকা টি২০ সিরিজ: জয় নিয়ে ফিরলো সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক উগান্ডা

পার্ল অব আফ্রিকা টি২০ সিরিজ: জয় নিয়ে ফিরলো সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক উগান্ডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 19, 2025 8:14 অপরাহ্ন

এন্টেব্বের এন্টেব্বে ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত পার্ল অব আফ্রিকা টি২০ সিরিজের দ্বিতীয় দিনে (শুক্রবার) জয় নিয়ে মাঠ ছাড়লো সংযুক্ত আরব আমিরাত উগান্ডা

প্রথম দিনে নামিবিয়ার কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক উগান্ডা। তারা নাইজেরিয়াকে ৭৭ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয়। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত কেনিয়াকে হারায় ৪০ রানে


উগান্ডার ঘুরে দাঁড়ানো

নিজেদের দ্বিতীয় ম্যাচে উগান্ডা ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ১৮০/৪ রান। জবাবে নাইজেরিয়া ১৮ ওভারে ৮৫/৫ রানেই থেমে যায়।

উগান্ডার পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন রবিনসন ওবুয়া। এছাড়াও শ্রিদীপ মাঙ্গেলারাঘব ধাওয়ান করেন সমান ৩৩ রান করে। নাইজেরিয়ার পক্ষে সর্বোচ্চ রান আসে আইজাক ডানলাডির ব্যাট থেকে – ২৬ রান

ম্যাচ শেষে উগান্ডার অধিনায়ক জুমা মিয়াগি বলেন,

“প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারার পর আমরা জয়ের জন্য মরিয়া ছিলাম। আজকের এই জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে এবং আমরা এই ছন্দ বজায় রাখতে চাই।”


আরব আমিরাতের নিয়ন্ত্রিত জয়

দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬১/৭ রান সংগ্রহ করে। পরে কেনিয়া অলআউট হয় ১২১ রানে

রাহুল চোপড়া ৫০ রান এবং আলিশান শারাফু ৩৭ রান করে আমিরাতের জয়ে বড় ভূমিকা রাখেন। কেনিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ধিরেন গন্ডারিয়া

ম্যাচ শেষে রাহুল চোপড়া বলেন,

“আমরা শুরু থেকেই ভালো খেলেছি এবং পরে ফিল্ডিংয়ে কড়া নিয়ন্ত্রণ রেখেছি। এই ধারাবাহিকতা আমরা পরবর্তী ম্যাচগুলোতেও বজায় রাখতে চাই।”


আগামী ম্যাচসূচি

শনিবার, সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ হারা নাইজেরিয়া মুখোমুখি হবে নামিবিয়ার, এরপর দিনের দ্বিতীয় ম্যাচে হবে সংযুক্ত আরব আমিরাত বনাম উগান্ডা


এই পার্ল অব আফ্রিকা টি২০ সিরিজ হচ্ছে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে।


📌 সংক্ষিপ্ত স্কোর:

উগান্ডা vs নাইজেরিয়া
উগান্ডা: ১৮০/৪ (২০ ওভারে)
নাইজেরিয়া: ৮৫/৫ (১৮ ওভারে)
ফল: উগান্ডা ৭৭ রানে জয়ী

আরব আমিরাত vs কেনিয়া
UAE: ১৬১/৭ (২০ ওভারে)
কেনিয়া: ১২১ অলআউট
ফল: UAE ৪০ রানে জয়ী

সম্পর্কিত-
0%
0%
0%
0%