সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫নেপালকে নাটকীয়ভাবে হারাল বাংলাদেশ, শেষ মুহূর্তে ত্রিশনার জয়সূচক গোল

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫নেপালকে নাটকীয়ভাবে হারাল বাংলাদেশ, শেষ মুহূর্তে ত্রিশনার জয়সূচক গোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 13, 2025 9:54 অপরাহ্ন

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে রোববার নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় শ্রীমতি ত্রিশনা রানীর গোলে নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে বাংলাদেশ দুইটি গোল করলেও নেপাল দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আসে। কিন্তু অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে উমেহলা মারমার ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ত্রিশনা।

প্রথমার্ধেই গোলের সূচনা করেন সিনহা জাহান শিখা। ১৩তম মিনিটে মুনকি আক্তার বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন, যা নেপালের রকেয়া গঙ্গা গোললাইন থেকে ক্লিয়ার করলেও বল গিয়ে পড়ে শিখার পায়ে। নির্দয় শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

৩৬তম মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি আসে শান্তি মার্ডির নিখুঁত ক্রস থেকে। শিখার টানা দুটি শট ঠেকান নেপালের গোলরক্ষক সুজাত তামাং, কিন্তু তৃতীয় চেষ্টায় বলটি জোরালোভাবে জালে পাঠান মোছাম্মত সাগরিকা।

তবে প্রথমার্ধের এক চাঞ্চল্যকর মুহূর্তে বলের বাইরে সংঘর্ষের কারণে সাগরিকা এবং নেপালের সিমরান রাই সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দুই দলই ১০ জন করে খেলোয়াড় নিয়ে মাঠে নামে।

নেপালও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। ২৮তম মিনিটে আনিশা রাইয়ের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ৪৩তম মিনিটে মিনা দেওবার শটটি দারুণভাবে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল।

দ্বিতীয়ার্ধে শিখা আরও দুটি সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। এরই মধ্যে নেপাল ম্যাচে ফিরে আসে। ৭৭তম মিনিটে মিনাকে ফাউল করলে আনিশা রাই পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৬তম মিনিটে মিনার স্লাইডিং ফিনিশে সমতায় ফেরে নেপাল।

তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে। নির্ধারিত ৭ মিনিটের অতিরিক্ত সময় পার হওয়ার পরও খেলা চলছিল। তখন বদলি খেলোয়াড় উমেহলা মারমার দুর্দান্ত এক ক্রস থেকে গোল করে দলকে জয় এনে দেন ত্রিশনা রানী।

ম্যাচ শেষে ত্রিশনা বলেন, “নেপাল যখন দুটি গোল করল তখন আমরা চাপের মধ্যে ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে গোল করে আমি খুবই খুশি।”

এ নিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল, যেখানে সাগরিকা হ্যাটট্রিক করেন।

বাংলাদেশের কোচ পিটার বাটলার প্রথম একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন। রূপা আক্তার এবং উমেহলা মারমার পরিবর্তে একাদশে আসেন বননা খাতুন ও শান্তি মার্ডি। শান্তি দ্বিতীয় গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দিনের অপর ম্যাচে ভুটান ৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

চার দলের এই টুর্নামেন্টটি রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সবার শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে আগামী মঙ্গলবার ভুটানের মুখোমুখি হবে।

সম্পর্কিত-
0%
0%
0%
0%