সম্পাদনা নীতি
ওয়েবসাইট: www.sayalwaystruth.com
স্লোগান: SAY ALWAYS TRUTH “সত্যের সাথে সব সময়”
সর্বশেষ আপডেট: ১৫ জুন ২০২৫
আমাদের নীতিগত অবস্থান
SAY ALWAYS TRUTH বিশ্বাস করে—সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে সত্য অনুসন্ধান ও নিরপেক্ষভাবে তা জনগণের সামনে তুলে ধরা। আমাদের প্রতিটি প্রতিবেদন তৈরিতে তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের মূলমন্ত্র: “সত্যের সাথে সব সময়”
📰 তথ্য সংগ্রহের উৎস
আমরা আমাদের কনটেন্ট তিনটি মূল উপায়ে প্রস্তুত করি:
১. নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের মাধ্যমে
যেখানে আমাদের প্রতিনিধি আছেন, সেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে আমরা প্রতিবেদন তৈরি করি।
২. বিশ্বস্ত দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য রেফারেন্স হিসেবে গ্রহণ
যেখানে আমাদের নিজস্ব প্রতিনিধি নেই, সেসব ক্ষেত্রে আমরা কিছু আন্তর্জাতিক ও দেশীয় সূত্র অনুসরণ করি। যেমন:
আন্তর্জাতিক মাধ্যম:
- Al Jazeera
- BBC News
- The New York Times
- Reuters
- AP
বাংলাদেশি মাধ্যম:
- বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
- বিটিভি, চ্যানেল ২৪, যমুনা টিভি প্রভৃতি
৩. অনুমতি ছাড়াও নির্দিষ্ট কিছু তথ্য গ্রহণ
আমরা সচরাচর মূল উৎসের প্রতি সম্মান জানিয়ে কন্টেন্ট তৈরি করি। তবে সাংবাদিকতার জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে কখনো কখনো আমরা কিছু তথ্য উৎস উল্লেখসহ অনুমতি ছাড়াই প্রকাশ করে থাকি — যেমনঃ জরুরি ঘটনাবলী, সরকারী প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইত্যাদি। এই ধরণের তথ্য কেবলমাত্র সংবাদ পরিবেশনের স্বার্থে ও ন্যায্য ব্যবহারের (Fair Use) নীতির আওতায় ব্যবহার করা হয়।
তথ্য যাচাই ও নির্ভুলতা
আমাদের সংবাদ প্রকাশের আগে একাধিকবার তথ্য যাচাই করা হয়। আমরা চেষ্টা করি যেন গুজব, অনুমান বা যাচাইহীন কিছু আমাদের পোর্টালে না আসে। ভুল হলে তা দ্রুত সংশোধনের নীতি মেনে চলি।
নিরপেক্ষতা ও মতামত
আমরা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, ধর্মীয় প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রভাবের পক্ষপাতী নই। মতামতভিত্তিক প্রতিবেদনগুলো আলাদাভাবে “মতামত” বা “বিশেষ কলাম” ট্যাগে চিহ্নিত থাকে।
সংশোধনী ও আপডেট
ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রকাশ পেলে আমরা যত দ্রুত সম্ভব তা সংশোধন করি এবং “আপডেট” ট্যাগ বা নোট সংযুক্ত করি। আমাদের কাছে পাঠকের বিশ্বাসই প্রধান।
ছবি ও মিডিয়া ব্যবহারের নীতি
আমরা চেষ্টা করি নিজের তোলা ছবি বা কপিরাইট ফ্রি সোর্স (যেমনঃ Pexels, Unsplash, Wikimedia Commons) থেকে ছবি ব্যবহারের। কোনো ছবি যদি অনিচ্ছাকৃতভাবে কপিরাইটে পড়ে, সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তা আমরা সরিয়ে দেই বা উৎস/ক্রেডিট যোগ করি।
সম্পাদকীয় স্বাধীনতা
আমাদের সংবাদ ও সম্পাদকীয় কনটেন্ট তৈরিতে কোনো বাহ্যিক চাপ, স্পনসরশিপ বা রাজনৈতিক প্রভাব কাজ করে না। প্রতিটি সম্পাদকীয় সিদ্ধান্ত নিরপেক্ষতা, তথ্যের সত্যতা ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রেখে গ্রহণ করা হয়।
আমাদের সঙ্গে যোগাযোগ
আপনি যদি আমাদের কোনো প্রতিবেদনের সাথে দ্বিমত পোষণ করেন, কিংবা আপনার লেখা বা ছবির অননুমোদিত ব্যবহার নিয়ে আপত্তি থাকে—দয়া করে যোগাযোগ করুন, আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব।
https://www.sayalwaystruth.com/contact-us/
আমরা বিশ্বাস করি, সত্য প্রকাশের দায়িত্ব একটি বড় দায়িত্ব। SAY ALWAYS TRUTH সেই দায়িত্বকে সম্মান করে এবং প্রতিটি প্রতিবেদনে সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতা অনুসরণ করে।
🕊️ আমাদের অঙ্গীকার — “সত্যের সাথে সব সময়।”