রোববার থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, প্রাইজমানি ১০০ কোটি ডলার

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ। নিয়মরক্ষার সীমা ছাড়িয়ে এবার বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে এ আসর। প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের মহারণ।
আগামী ১৪ জুন (শুক্রবার), বাংলাদেশ সময় ভোর ৬টায় মিশরের ক্লাব আল আহলি এবং লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি-এর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের। ফুটবল বিশ্বকাপের মতোই উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভরা থাকবে এই এক মাসের আসরটি।
🌍 ১১ শহরের ১২ ভেনু, অংশ নিচ্ছে ৬ মহাদেশের ক্লাব
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেনুতে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের ৬টি মহাদেশের সেরা ক্লাবগুলো অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। এই প্রথমবার এত বড় পরিসরে ক্লাব ফুটবলের বিশ্বমঞ্চ বসতে চলেছে।
✈️ টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ক্লাবগুলো
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বিশ্বসেরা ক্লাবগুলো। সদ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেই (PSG), বার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং আল আহলি-সহ আরও অনেক ক্লাব যুক্তরাষ্ট্রে নিজেদের অনুশীলন শুরু করেছে।
🗓️ বিশেষ কিছু ম্যাচের সময়সূচি:
- ১৪ জুন: উদ্বোধনী ম্যাচ – আল আহলি বনাম ইন্টার মায়ামি
- ১৫ জুন: বিগ ম্যাচ – পিএসজি বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ
- ১৮ জুন: মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি
💰 ১০০ কোটি ডলারের প্রাইজমানি, যা বিশ্বকাপের তিন গুণ
এবারের ক্লাব বিশ্বকাপে মোট ১০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,১৫৭ কোটি ২৬ লাখ টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করা হবে।
এ আসরে চ্যাম্পিয়ন হলে কোনো ক্লাব পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১,৫১৯ কোটি ৬৫ লাখ টাকা)। যা ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জেতা প্রাইজমানির তুলনায় তিন গুণ বেশি।
🏆 জাতীয় দলের স্বাদ এবার ক্লাব ফুটবলেও
চার বছর পর পর জাতীয় দলের বিশ্বকাপের জন্য অপেক্ষা করা ফুটবলপ্রেমীদের জন্য এবার এক অন্যরকম আনন্দের উপলক্ষ। কারণ, এই ক্লাব বিশ্বকাপেও থাকবে বিশ্বমানের তারকা, তুমুল প্রতিযোগিতা, আর অগণিত সমর্থকের আবেগ।