সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো কিশোর আরিফুলের পাশে তারেক রহমান, মানবিক সহায়তা হাট কমিটির

সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো কিশোর আরিফুলের পাশে তারেক রহমান, মানবিক সহায়তা হাট কমিটির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 6, 2025 8:37 অপরাহ্ন

ঈদ উপলক্ষে রাজশাহী থেকে গরু নিয়ে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন কোহিনুর শেখ। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার কিশোর পুত্র, নবম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম শোকাহত হলেও বাবার রেখে যাওয়া গরু নিয়ে আবারও ফিরে আসে ঢাকার বসিলাহাটে।

ঘটনার পর গণমাধ্যমে আরিফুলের গল্প প্রকাশিত হলে মানবিক সহানুভূতি প্রকাশ করেন অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরিফুলের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার বসিলা গার্ডেন সিটিতে হাট কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আরিফুলের হাতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি, ইজারাদার, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, এবং তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুবায়ের জুয়েল রানা।

পুলিশ কর্মকর্তা জুবায়ের জুয়েলও ব্যক্তিগত উদ্যোগে আরিফুলকে আর্থিক সহায়তা দেন।

হাট কর্তৃপক্ষ জানিয়েছে, আরিফুলের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

হাট কমিটির একজন সদস্য বলেন,
“এই ঘটনা প্রমাণ করে যে আমরা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, মানবিকভাবেও আমাদের হাটে আসা গরু বিক্রেতাদের পাশে আছি। ক্রেতা-বিক্রেতা সবাই যেন সম্মান এবং সহযোগিতা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

মানবিক এই উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে হাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাই।

0%
0%
0%
0%