পোর্চুগালে মাদেলিন ম্যাকক্যান নিখোঁজ রহস্যে নতুন তল্লাশি, প্রধান সন্দেহভাজন ক্রিশ্চিয়ান ব্রুকনার

পোর্চুগালে মাদেলিন ম্যাকক্যান নিখোঁজ রহস্যে নতুন তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 3, 2025 5:41 অপরাহ্ন

পোর্চুগালের পুলিশ জানিয়েছে, জার্মান তদন্তকারীরা মাদেলিন ম্যাকক্যান নিখোঁজের ঘটনার তদন্তে আবারও নতুন করে তল্লাশি শুরু করেছে। এই তল্লাশি শুক্রবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

তিন বছর বয়সী ব্রিটিশ শিশু মাদেলিন ম্যাকক্যান ২০০৭ সালে পর্তুগালের প্রাইয়া দা লুজ (Praia da Luz) এলাকার একটি ছুটির অ্যাপার্টমেন্ট থেকে নিখোঁজ হয়। এটি ছিল এক বহুল আলোচিত ঘটনা, যার সুরাহা এখনও হয়নি। এবারের নতুন তল্লাশির আওতায় পড়ছে সেই অ্যাপার্টমেন্টটি এবং একটি বাড়ি, যেখানে মামলার প্রধান সন্দেহভাজন একসময় বসবাস করতেন।

এই সন্দেহভাজনের নাম ক্রিশ্চিয়ান ব্রুকনার, যিনি একজন দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী। যদিও তাঁকে মাদেলিন মামলায় এখনও কোনো অভিযোগ গঠনের মুখোমুখি করা হয়নি, তবুও তিনি বারবার এ মামলায় জড়িয়ে এসেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। বর্তমানে তিনি জার্মানির এক কারাগারে ২০০৫ সালে পর্তুগালে এক বৃদ্ধাকে ধর্ষণের দায়ে সাজা খাটছেন।

তবে জার্মান প্রসিকিউটররা উদ্বিগ্ন যে, ব্রুকনারের কারাদণ্ড শিগগিরই শেষ হতে যাচ্ছে—সম্ভবত এ বছরেই বা আগামী বছরের শুরুতে। এই কারণেই তার বিরুদ্ধে তদন্তকে এখন এক ধরনের “সময়ের বিরুদ্ধে দৌড়” হিসেবে দেখা হচ্ছে।

জার্মান পুলিশ সর্বশেষ বড় ধরনের তল্লাশি চালিয়েছিল দুই বছর আগে, আলগারভ (Algarve) অঞ্চলের এক প্রত্যন্ত জলাধারে। এবারের নতুন অভিযানে পুরো সপ্তাহব্যাপী ব্যাপক অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে, এবং এটি একটি হত্যাকাণ্ড তদন্ত হিসেবেই পরিচালিত হচ্ছে।

তবে তদন্তের বিস্তারিত কিছুই প্রকাশ করেনি জার্মান কর্তৃপক্ষ। এতদিন পর আবারও এমন জোরালো তল্লাশি শুরু হওয়ায় মনে করা হচ্ছে—এই বিশ্বজুড়ে আলোচিত মামলায় হয়তো নতুন কোনও তথ্য বা প্রমাণের খোঁজে নেমেছেন তদন্তকারীরা।

সম্পর্কিত-
0%
0%
0%
0%