২০২৫ নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায়! আসল ঘটনা কী?

২০২৫ নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায়! আসল ঘটনা কী? বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 2, 2025 10:59 অপরাহ্ন

চলমান রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার প্রেক্ষাপটে, এ বছরের নারী ক্রিকেট বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বিশেষ করে পাকিস্তান দলের সব গ্রুপ ম্যাচ এবং সম্ভাব্য সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করা হবে কলম্বো শহরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান ভ্রমণ বিরোধ সমাধানে।

এর আগে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে ভ্রমণ করতে অস্বীকৃতি জানায়। ফলে আইসিসি নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থার মাধ্যমে সমাধানের পথ বেছে নেয়। ২০২৩ সালের ডিসেম্বরেই ঘোষণা করা হয়, ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে সফর করবে না।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম এবং শ্রীলঙ্কার কলম্বো মিলিয়ে মোট পাঁচটি শহরে খেলা অনুষ্ঠিত হবে।

কলম্বোতে পাকিস্তানের সাতটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ভারতের বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং ইংল্যান্ডের সঙ্গেও মুখোমুখি হবে পাকিস্তান। যদি পাকিস্তান দল সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, সেগুলোও আয়োজিত হবে কলম্বোতেই।

অন্যদিকে, বেঙ্গালুরুতে হবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক ভারত অংশ নেবে। পাকিস্তান ফাইনালে না উঠলে, চূড়ান্ত ম্যাচও অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তবে এখনো পুরো সূচি ঘোষণা করা হয়নি।

অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন দল, যারা আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জিতেছিল। উল্লেখযোগ্য যে, কোভিড-১৯ মহামারির কারণে সেই টুর্নামেন্টটি ২০২২ সালে স্থগিত হয়েছিল।

তবে শ্রীলঙ্কার কলম্বোতে অক্টোবর মাসে বৃষ্টি বেশি হওয়ায় আবহাওয়া বিষয়ক অনিশ্চয়তা কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।

ভারত ও পাকিস্তান মূলত বড় টুর্নামেন্ট ছাড়া আর একে অপরের বিপক্ষে খেলছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরেই সাম্প্রতিক দ্বন্দ্ব তীব্রতর হয়। যদিও পাকিস্তান ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল, ভারত তাদের পুরস্কারস্বরূপ সফর বাতিল করে দেয়।

আইসিসি-র বিশেষ ব্যবস্থাপনায়, ভারত তখন দুবাইতে সব ম্যাচ খেলে এবং সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে।

এপ্রিল-মে মাসে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনার জেরে একপর্যায়ে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত করা হয়, যা পরে আবার শুরু হয়। বিলম্বিত আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

এখনো নিশ্চিত নয়, উভয় দেশের সরকার তাদের দলকে একে অপরের বিপক্ষে ম্যাচে অংশ নিতে অনুমতি দেবে কিনা।

এছাড়া ঘোষণা করা হয়েছে, আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন এজবাস্টনে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে দ্য ওভালে এবং ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল ম্যাচ।

0%
0%
0%
0%